Home » শ্রীমঙ্গলে গাড়ি চোর চক্রের ৪ সদস্য আটক

শ্রীমঙ্গলে গাড়ি চোর চক্রের ৪ সদস্য আটক

কর্তৃক lSijNmTsFqFa
০ মন্তব্য ১১২ ভিউস

শ্রীমঙ্গলে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের চার সদস্যকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাইজদী সাকিনস্থ শেখবাড়ী মাদ্রাসার সামনে থেকে লাল রঙের পুরাতন প্রো বক্স চোরাই গাড়ি উদ্ধার করা হয়।

এ সময় চোর চক্রের অন্যতম সদস্য উপজেলার হাজীপুর এলাকার টেনু মিয়ার ছেলে জাহিদ হাসান জিতু (২৭), লামুয়া এলাকার মনির মিয়ার ছেলে জসিম মিয়া (৩৩), মৌলভীবাজার সদর থানার ভাড়াভিম এলাকার বশির মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২৫) ও লামুয়া এলাকার মৃত করিম মিয়ার ছেলে লিটন মিয়াকে (৩০) আটক করে পুলিশ।

তাদের দেয়া তথ্যমতে, একইদিন অভিযান পরিচালনা করে একটি সাদা রংয়ের পুরাতন নোহা কার ও একটি সিলভার রংয়ের পুরাতন এক্স করলা গাড়ি উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে চুরিকৃত গাড়িগুলো উদ্ধার করা হয়। এই চক্রটি প্রচুর গাড়ি চুরি করে বিক্রি করার কথা স্বীকার করেছে। অভিযান অব্যাহত আছে।

রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক আমাদের সময় একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্র, যা অনলাইন ও প্রিন্ট মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করে।

প্রকাশক ও সম্পাদক

প্রধান সম্পাদক মোঃ জাকির হোসেন
প্রধান উপদেষ্টা হাজী মোঃ আলফাজ উদ্দীন
সহকারী উপদেষ্টা মোঃ আলাউদ্দিন ( আলা)
সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম রেজা
ব্যাবস্থাপনা ও বার্তা সম্পাদক মোঃ মাহাবুল ইসলাম
আইন বিষয়কসম্পাদক এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান ( জিল্লু ) জজ কোর্ট মেহেরপুর।

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সময় বাংলাদেশ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।