Home » গাংনীতে ভ্যান চালকের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

গাংনীতে ভ্যান চালকের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কর্তৃক lSijNmTsFqFa
০ মন্তব্য ৬০ ভিউস

মেহেরপুরে গাংনীতে ভ্যান চালক আতিয়ার রহমান (৩০) হত্যার ঘটনায় খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার দেবীপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহত আতিয়ার রহমান উপজেলার করমদি মাঠপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে।

মানববন্ধনে নিহতের বড় ভাই ইয়ারুল ইসলাম বলেন, আমার ভাই অত্যন্ত ভালো মানুষ ছিল। কি কারনে তাকে হত্যা করা হয়েছে? আর খুনিদের এখন পর্যন্ত কেন গ্রেফতার করা হয়নি? তাই প্রশাসনকে অনুরোধ করছি খুনিদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য।

প্রতিবেশী শফিকুল ইসলাম বলেন, প্রশাসনকে দ্রুত  অ্যাকশনে যাওয়ার জন্য অনুরোধ করছি। খুনিরা এখনো কেন গ্রেফতার হয়নি। প্রশাসনকে দ্রুত এর পদক্ষেপ নিতে হবে।

মোতালেব হোসেন বলেন, আতিয়ার রহমান  অত্যন্ত ভদ্র ও ভালো মানুষ ছিল। তাকে এভাবে নিঃসংশ ভাবে হত্যা করা হয়েছে এটা কখনোই মেনে নেওয়া যায় না। তাই প্রশাসনকে দ্রুত কার্যকরী ভূমিকা পালন করার জন্য অনুরোধ করছি।

গাংনী উপজেলার তেঁতুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলও এখনো খুনিদের আইনের আওতা আনতে পারেনি প্রশাসন।তাহলে কি পুলিশ প্রশাসন মুখ থুবড়ে পড়ে গেছে। তাই অতি দ্রুত খুনিদের আইনের আওতায় আনতে হবে তা না হলে এর চেয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক আমাদের সময় একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্র, যা অনলাইন ও প্রিন্ট মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করে।

প্রকাশক ও সম্পাদক

প্রধান সম্পাদক মোঃ জাকির হোসেন
প্রধান উপদেষ্টা হাজী মোঃ আলফাজ উদ্দীন
সহকারী উপদেষ্টা মোঃ আলাউদ্দিন ( আলা)
সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম রেজা
ব্যাবস্থাপনা ও বার্তা সম্পাদক মোঃ মাহাবুল ইসলাম
আইন বিষয়কসম্পাদক এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান ( জিল্লু ) জজ কোর্ট মেহেরপুর।

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সময় বাংলাদেশ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।