Home » গাংনীতে আবারও ইটভাটায় প্রশাসনের হানা! বন্ধ ও জরিমানা।

গাংনীতে আবারও ইটভাটায় প্রশাসনের হানা! বন্ধ ও জরিমানা।

কর্তৃক lSijNmTsFqFa
০ মন্তব্য ৬৭ ভিউস

পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান ও শুকুরকান্দি এলাকায় তিন ফসলি জমিতে গড়ে ওঠা দুইটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে বন্ধ ঘোষণার পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে এ অভিযান পরিচালনা করে প্রশাসন।

এ সময় ছাতিয়ান গ্রামের সিবিএল ইটভাটার মালিক তারিকুল ইসলামকে এক লাখ টাকা ও শুকুরকান্দি এলকার জোয়ার্দার ভাটার মালিক মনিরুজ্জামানকে এক লাখ টাকা জরিমানা করা করা হয়। এছাড়াও ইটভাটা দুটি বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ৬ ধারা লংঘন করার অভিযোগে দুটি ইটভাটাতে অভিযান চালিয়ে বন্ধ ঘোষণা করা হয় এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন জানান, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে জেলার সকল অবৈধ ইটভাটাতে অভিযান চালানো হবে।

এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাসরিন সুলতানা। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন গাংনী থানা পুলিশেরর একটি টিম।

রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক আমাদের সময় একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্র, যা অনলাইন ও প্রিন্ট মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করে।

প্রকাশক ও সম্পাদক

প্রধান সম্পাদক মোঃ জাকির হোসেন
প্রধান উপদেষ্টা হাজী মোঃ আলফাজ উদ্দীন
সহকারী উপদেষ্টা মোঃ আলাউদ্দিন ( আলা)
সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম রেজা
ব্যাবস্থাপনা ও বার্তা সম্পাদক মোঃ মাহাবুল ইসলাম
আইন বিষয়কসম্পাদক এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান ( জিল্লু ) জজ কোর্ট মেহেরপুর।

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সময় বাংলাদেশ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।