আকবর আলী, রাজারহাট, কুড়িগ্রাম প্রতিনিধিঃ জমি দখলকে কেন্দ্র করে চাচার কোদালের মারাত্মক জখম আঘাত ভাতিজা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। একই ঘটনায় চাচা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
গত মঙ্গলবার ১ এপ্রিল আনুমানিক সকাল ৯ টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের সুন্দরগ্রাম পুটিকাটা মাল্লিরপাড় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ওই গ্রামের একই বংশের আফজাল হোসেনের ছেলে আহত আজিজুল ইসলাম বলেন, চাচা ইদ্রিস আলী ও আজগর আলী জমি মেপে দেয়ার কথা বলে জমিতে ডেকে নিয়ে যায়। জমিতে আমিন আসার কথা বলে,তারা পরিকল্পিত ভাবে ডেকে নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে রড লাঠি ও কোদাল দিয়ে আক্রমণ করে, চাচা ইদ্রিস আলী ও তার ছেলে আশরাফুল ইসলামের উপর্যুপরি কোদালের আঘাতে মাথায় মারাত্মক যখন ও রক্তক্ষরণ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার স্ত্রী উম্মে কুলসুম চিৎকারে প্রতিবেশীর সহযোগিতায় আজিজুল ইসলামকে উদ্ধার করে, চিকিৎসার জন্য আজিজুলকে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত আজিজুল ইসলামের স্ত্রী উম্মে কুলসুম বলেন আমার চাচা/শ্বশুর সংঘবদ্ধ হয়ে আমাদের অগোচরে আমার স্বামীকে জমি মাপের কথা বলে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে কোদাল দিয়ে আঘাত মারাত্মক যখম করে। বাড়ি থেকে আমার স্বামীর আর্তনাত চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি তারা আমার স্বামীকে লোহার রড লাঠি ও কোদাল দিয়ে আঘাত করছে। পরে আমার চিৎকারে প্রতিবেশীদের সহযোগিতায় আমার স্বামীকে রাজারহাট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয। তাদের লোকজন হাসপাতালে এসেও আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণ নাসের শেষ হুমকি দিয়ে যাচ্ছে। এর মত অবস্থায় সবার কাছে বিচার চাই।
চাচা আজগর আলীর সাথে কথা হলে তিনি বলেন,আমার ভাতিজা আজিজুল ইসলামের কাছ থেকে জমি কিনে নিয়েছি। কিন্তু আমার কেনা জমি আমার দখলে নিতে দিচ্ছিল না। বিষয়টি নিয়ে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে জমির সীমানা করে নেই। আমার ভাতিজা আমার কেনা জমির সীমানা তুলে ফেলায়, আমি এমত অবস্থায় নতুন করে সীমানা খুটি দিতে গেলে আমার উপর অতর্কিত হামলার ঘটনা ঘটায়।
উক্ত ঘটনায় উভয় পক্ষ রাজারহাট থানায় লিখিত অভিযোগ করেন। আহত আজিজুল ইসলামের স্ত্রী উম্মে কুলসুমের অভিযোগের বিষয়ে রাজারহাট থানার সাব ইন্সপেক্টর হাসান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুড়গ্রাম জেলার রাজারহাটে জমি নিয়ে দ্বন্দ্বে চাচা ভাতিজা আহত
৪৪
পূর্ববর্তী পোস্ট