Home » আজ মেহেরপুর আদালতে হাজিরা দেবেন সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ মেহেরপুর আদালতে হাজিরা দেবেন সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

কর্তৃক lSijNmTsFqFa
০ মন্তব্য ১৩০ ভিউস

আআজ বৃহস্পতিবার মেহেরপুর আদালতে হাজিরা দেবেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হােসেন দােদুল। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর কারাগার কর্তৃপক্ষ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলার আসামি হিসেবে আদালতে নেয়া হবে সাবেক এ মন্ত্রীকে।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকা থেকে প্রিজনভ্যানে পুলিশের কঠাের নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মেহেরপুর জেলা কারাগারে নেওয়া হয়।
ফরহাদ হোসেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৮ সালের নির্বাচনের পর তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং ২০২৪ সালের নির্বাচনের পর তিনি জনপ্রশাসন মন্ত্রী হয়েছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর আদালতে হাজিরা থাকায় তাকে ঢাকা থেকে মেহেরপুরে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে মেহেরপুর আদালতে উপস্থিত করানো হবে।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেন দোদুলকে আটক করেছিল । তার নামে রাজধানী ঢাকাতে বেশ কয়েটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও মেহেরপুরে রয়েছে আরও কয়েকটি মামলা।

রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক আমাদের সময় একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্র, যা অনলাইন ও প্রিন্ট মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করে।

প্রকাশক ও সম্পাদক

প্রধান সম্পাদক মোঃ জাকির হোসেন
প্রধান উপদেষ্টা হাজী মোঃ আলফাজ উদ্দীন
সহকারী উপদেষ্টা মোঃ আলাউদ্দিন ( আলা)
সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম রেজা
ব্যাবস্থাপনা ও বার্তা সম্পাদক মোঃ মাহাবুল ইসলাম
আইন বিষয়কসম্পাদক এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান ( জিল্লু ) জজ কোর্ট মেহেরপুর।

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সময় বাংলাদেশ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।