Home » বাগে পেয়েও অস্ট্রেলিয়াকে হারাতে পারল না বাংলাদেশ

বাগে পেয়েও অস্ট্রেলিয়াকে হারাতে পারল না বাংলাদেশ

কর্তৃক lSijNmTsFqFa
০ মন্তব্য ১৩৩ ভিউস

পুঁজিটা খুব বেশি ছিল না। তবে তা নিয়েই অস্ট্রেলিয়ার টুঁটি চেপে ধরেছিল বাংলাদেশ। আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শেষমেশ অজিদের হারাতে পারেনি সুমাইয়া আক্তারের দল। ২ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে দলের।

মালয়েশিয়ার বাঙ্গির ইউকেএম ক্রিকেট ওভালে আজ সোমবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। সে বাংলাদেশ শুরু থেকেই অজিদের বোলিংয়ের সামনে খাবি খেয়েছে। আফিয়া আশিমা ইরার ২৯ রানের ইনিংসে ভর করে দলটা তুলতে পারে ৯১ রান।

এই পুঁজি নিয়ে অস্ট্রেলিয়া শুরুটা করে বেশ ঝোড়ো গতিতে। অষ্টম ওভারেই পৌঁছে যায় ৫০ রানে, এ সময় দলটা উইকেট খুইয়েছিল মোটে একটি। তবে যেই না ফিফটি ছুঁল দলটা, এরপর থেকেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দলটার ব্যাটিং লাইন আপ।

দুই ওপেনার বিদায় নেন দলীয় ৫০ রানে। এরপর একপাশ আগলে রেখেছিলেন অধিনায়ক লুসি হ্যামিল্টন, ওপাশে ব্যাটারদের আসা যাওয়ার মিছিল শুরু হয় রীতিমতো। ব্রে, লানোসা আর গিলের উইকেট খোয়ায় অজিরা। এরপর লুসিও বিদায় নেন ইনিংস সর্বোচ্চ ৩০ রান করে, জান্নাতুল মাওয়ার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে।

অজিদের উইকেট খোয়ানোর মিছিল থামছিলই না। অষ্টম উইকেটটা যখন হারাল দলটা, তখন দলের প্রয়োজন ছিল ৬ রান। পরিস্থিতি যেমন ছিল, তাতে বাংলাদেশের জয়কেই বেশি সম্ভব বলে মনে হচ্ছিল।

তবে এরপরই অজিরা নিজেদের চিরায়ত চরিত্র দেখায়, চাপের মুখে স্নায়ুচাপ সামলে জয়টা তুলে নেয় এলা ব্রিসকোর ১১ রানের অপরাজিত ইনিংসে ভর করে। বাংলাদেশের জান্নাতুল মাওয়া ছিলেন দলের সবচেয়ে ভালো বোলার, ৪ ওভারে ১৫ রানে পেয়েছেন ৩ উইকেট। নিশিতা আকতার নিশি, মোসাম্মৎ আনিসা আকতার সোবা ও হাবিবা ইসলাম পিংকিরা একটি করে উইকেট নিয়েছেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক আমাদের সময় একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্র, যা অনলাইন ও প্রিন্ট মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করে।

প্রকাশক ও সম্পাদক

প্রধান সম্পাদক মোঃ জাকির হোসেন
প্রধান উপদেষ্টা হাজী মোঃ আলফাজ উদ্দীন
সহকারী উপদেষ্টা মোঃ আলাউদ্দিন ( আলা)
সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম রেজা
ব্যাবস্থাপনা ও বার্তা সম্পাদক মোঃ মাহাবুল ইসলাম
আইন বিষয়কসম্পাদক এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান ( জিল্লু ) জজ কোর্ট মেহেরপুর।

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সময় বাংলাদেশ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।