জনগণকে ক্ষমতার উৎস বলে উল্লেখ করে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বলেন, `জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন বর্তমানে যে সকল ইউনিয়ন কমিটি গঠন করছেন সেগুলো জনগণ মানবে না। আওয়ামী লীগের সাথে সাথে থেকেছে এমন ব্যক্তিদের কমিটিতে পদ দিলে আমরা সে কমিটি মানবো না। জনগণকে সাথে নিয়ে আমরা ঈদের পরে কমিটি গঠন করবো। সেখানে আওয়ামী লীগের কোন স্থান নেই’।
তিনি আরো বলেন, ইদুল ফিতরের পর জনগনকে সাথে নিয়ে নতুন করে কমিটি গঠন করা হবে।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে একটি ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আব্দুল বাকি মাস্টার এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, ফারহানা আরেফিন ইতি সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
জনগণকে সাথে নিয়ে ঈদের পর কমিটি গঠন করা হবে..সাবেক এমপি আমজাদ হোসেন
৪৬