Home » গাংনীতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি পদপ্রার্থী লাল্টুর মোটরসাইকেল র‍্যালী

গাংনীতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি পদপ্রার্থী লাল্টুর মোটরসাইকেল র‍্যালী

কর্তৃক lSijNmTsFqFa
০ মন্তব্য ৭২ ভিউস

মেহেরপুরের গাংনীতে আসন্ন বিএনপির কাউন্সিল উপলক্ষে গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদপ্রার্থী লাল্টু মিয়ার প্রার্থীতা জানান দিতে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছে। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৪টার দিকে তার নিজ গ্রাম হাড়াভাঙ্গা থেকে শোভাযাত্রাটি বের হয়ে কাজীপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জানা গেছে, চলতি ফেব্রুয়ারী মাসেই গাংনী উপজেলা, গাংনী পৌর এবং গাংনী উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসাবে বিএনপি নেতা লাল্টু মিয়া এই মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন।
বিএনপি নেতা লাল্টু মিয়া জানান, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন এই উপজেলার বাহিরে ছিলেন, স্বৈরাচার হাসিনা পতনের পরে তিনি এলাকায় এসেছেন। আসন্ন কাউন্সিলে নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন এবং তাকেই নেতাকর্মীরা সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন বলে তিনি আশা করেন।
মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন বিএনপি নেতা হুরমুতউল্লাহ, কাউছার আলী, আরিফুল ইসলাম, শিপন আলী, আসলাম মোল্লা, সাদ্দাম হোসেন, আলাউদ্দিন ও টুকু মিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।

রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক আমাদের সময় একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্র, যা অনলাইন ও প্রিন্ট মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করে।

প্রকাশক ও সম্পাদক

প্রধান সম্পাদক মোঃ জাকির হোসেন
প্রধান উপদেষ্টা হাজী মোঃ আলফাজ উদ্দীন
সহকারী উপদেষ্টা মোঃ আলাউদ্দিন ( আলা)
সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম রেজা
ব্যাবস্থাপনা ও বার্তা সম্পাদক মোঃ মাহাবুল ইসলাম
আইন বিষয়কসম্পাদক এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান ( জিল্লু ) জজ কোর্ট মেহেরপুর।

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সময় বাংলাদেশ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।