Home » রাজারহাটে জাতীয় নাগরিক পার্টির ইউনিয়ন প্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

রাজারহাটে জাতীয় নাগরিক পার্টির ইউনিয়ন প্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

কর্তৃক lSijNmTsFqFa
০ মন্তব্য ৪০ ভিউস

কুড়িগ্রাম প্রতিনিধি:
গত ৪ এপ্রিল শুক্রবার বিকেলে ডাকবাংলো রাজারহাটে সাত ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রতি ইউনিয়ন থেকে আগত প্রতিনিধিরা তাঁদের মতামত ব্যক্ত করেন।
সবার বক্তব্য শেষে উপজেলার ১নং সংগঠক ও অনুষ্ঠানের সভাপতি মনিবুল হক বসুনীয়া সবার উত্থাপিত সমস্যা, সংকট, প্রতিবন্ধকতার সম্ভাব্য উত্তরণের উপায়, কৌশলসহ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
মতবিনীময় সভার অনুষ্টানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ,পার্টির লক্ষ্য, উদ্দেশ্য, কার্যকরীতা, দল গঠনের প্রেক্ষাপট ইত্যাদির ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা দেন।
তিনি তাঁর বক্তব্যে জানান যে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যে প্রত্যাশা নিয়ে করা হয়েছিল তা এদেশে বাস্তবায়িত হয়নি।
১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সংগঠিত হয়েছিল সে লক্ষ্য ও উদ্দেশ্য সফল হয়নি নাগরিকরা বরাবরই তাঁদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল।

তারই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হয়েছিল প্রায় ২০০০ তাজা প্রাণের বিনিময়ে।
জাতীয় নাগরিক পার্টি অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মনে করে যে, যেহেতু স্বাধীনতার পরবর্তীতে যাঁরাই ক্ষমতায় এসেছে তাঁরা নাগরিক অধিকার নিশ্চিত করতে পারেনি,পারেনি মেরুদণ্ড সোজা করে অন্যদেশের আধিপত্য মুক্ত করে দেশকে সাজাতে।
দেশের প্রতিটি সেক্টর যথাযথ ফাংশন করছে না, নাগরিকগণ তাঁদের হক থেকে বঞ্চিত হচ্ছে, দলিথ সম্প্রদায়ের, হরিজনরা এদেশের নাগরিক হলেও কখনোই তারা রাজনৈতিক অধিকার পায়নি।

জাতীয় নাগরিক পার্টি এদেশের সকল শ্রেণি, পেশা, ধর্ম, বর্ণের মানুষের একটি পার্টি হবে, যে পার্টিতে যোগ্যতা অনুযায়ী প্রতিনিধি বা নেতা তৈরি হবে।
এই পার্টির মূল কাজ হলো সকল রাজনৈতিক দলের সাথে সুসম্পর্ক বজায় রেখে স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যেসব সমস্যা আছে তা চিহ্নিত করে সেগুলোর সমাধানে সবাইকে এগিয়ে আসা।
জাতীয় নাগরিক পার্টি জুলাই আন্দোলনের ফসল।
যাঁরা জুলাই আন্দোলনকে ধারণ করে তাঁরা যে কেউ এ পার্টিতে অংশ নিতে পারবেন বলে তিনি জানান।

উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাশেদুল ইসলাম, আরিফুল ইসলাম, মিজু আহমেদসহ জাতীয় নাগরিক পার্টির অন্যান্য অঙ্গ সংগঠকগণ।

অনু্‌ষ্ঠানটি পরিচালনা করেন রাজু আহমেদ, জাতীয় নাগরিক পার্টি, রাজারহাট উপজেলা শাখা, কুড়িগ্রাম।

রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক আমাদের সময় একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্র, যা অনলাইন ও প্রিন্ট মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করে।

প্রকাশক ও সম্পাদক

প্রধান সম্পাদক মোঃ জাকির হোসেন
প্রধান উপদেষ্টা হাজী মোঃ আলফাজ উদ্দীন
সহকারী উপদেষ্টা মোঃ আলাউদ্দিন ( আলা)
সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম রেজা
ব্যাবস্থাপনা ও বার্তা সম্পাদক মোঃ মাহাবুল ইসলাম
আইন বিষয়কসম্পাদক এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান ( জিল্লু ) জজ কোর্ট মেহেরপুর।

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সময় বাংলাদেশ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।