Home » যে পরিকল্পনায় বিজয়কে থামান হাসান

যে পরিকল্পনায় বিজয়কে থামান হাসান

কর্তৃক lSijNmTsFqFa
০ মন্তব্য ১৩৮ ভিউস

দুইশ ছাড়ানো লক্ষ্যে যেমন প্রয়োজন ছিল, তেমনই ব্যাট হাঁকাচ্ছিলেন এনামুল হক বিজয়। দুর্বার রাজশাহীর অধিনায়ক প্রতিপক্ষ বোলারদের ঘাম ছুঁটিয়ে ছেড়েছেন, পেয়েছেন সেঞ্চুরিও। তবে আক্ষেপ থেকেছে তার। হাসান মাহমুদের পরিকল্পিত বোলিংয়ের সামনে শেষ ওভারে অসহায় ছিলেন বিজয়। ম্যাচ শেষে ‘বিজয় তাণ্ডব’ থামানোর সেই গল্পই শুনিয়েছেন খুলনা টাইগার্সের পেসার।বিপিএলের চট্টগ্রাম পর্বে টানা দ্বিতীয় জয় পেতে শেষ ওভারে ১৭ রান প্রয়োজন ছিল রাজশাহীর। ক্রিজে তখন সেঞ্চুরির অপেক্ষায় থাকা বিজয়। আগ্রাসী ব্যাটিং করা প্রতিপক্ষের ব্যাটারকে পড়ে ফেলেছিলেন হাসান। ওই ওভারে মাত্র ৯ রান দেন তিনি। তার দল খুলনা পায় ৭ রানের জয়।

হাসান পরে সংবাদ সম্মেলনে এসে ফাঁস করেন রহস্য, ‘আমি চেয়েছিলাম শেষ ওভারে ১০-১৫ রান যেন থাকে। আত্মবিশ্বাসী ছিলাম যে ম্যাচ বের করে আনতে পারব। আমার জন্য সেন্টারে বল করাটা একটু কঠিন ছিল।

সেঞ্চুরির পথে থাকা বিজয়ের বিপক্ষে পরিকল্পনা নিয়ে হাসান বলেছেন, ‘পেছনেও (বিজয়) শট খেলছিল সামনেও শট খেলছিল। চিন্তা করেছিলাম ওয়াইড ইয়র্কারের। পরিকল্পনা সফল হয়েছে। শেষ মোমেন্ট পর্যন্ত দেখছিলাম। আমি শুধু আমার লাইন লেন্থে ফোকাস করছিলাম। শুরুতে বল গ্রিপ হচ্ছিল, কঠিন ছিল ব্যাটারের জন্য মারাটা। চেষ্টা করেছি এক জায়গায় বল করে যাওয়ার।

এই জয়ে ৭ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে এখন তালিকার চার নম্বরে খুলনা। এক ম্যাচ বেশি খেলা রাজশাহী সমান পয়েন্ট নিয়ে অবস্থান করছে পাঁচ নম্বরে।

রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক আমাদের সময় একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্র, যা অনলাইন ও প্রিন্ট মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করে।

প্রকাশক ও সম্পাদক

প্রধান সম্পাদক মোঃ জাকির হোসেন
প্রধান উপদেষ্টা হাজী মোঃ আলফাজ উদ্দীন
সহকারী উপদেষ্টা মোঃ আলাউদ্দিন ( আলা)
সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম রেজা
ব্যাবস্থাপনা ও বার্তা সম্পাদক মোঃ মাহাবুল ইসলাম
আইন বিষয়কসম্পাদক এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান ( জিল্লু ) জজ কোর্ট মেহেরপুর।

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সময় বাংলাদেশ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।