Home » মুছে ফেল

মুছে ফেল

কর্তৃক lSijNmTsFqFa
০ মন্তব্য ১২৮ ভিউস

লেখক: ঝুমু ইসলাম

বাদ দাও-ওসব নিয়ে করোনা আলোচনা।

গা গোলায়,বমি বমি লাগে-

চুপ করো।

আর শুনতে চাইনা অশ্লীল ভাষা।

চুপ করো।

ভুলে যাও।

আমাকেও ভুলিয়ে দাও।

প্রতিদিন খবরের পাতার কালে দাগ গুলো মুছে দাও।

মুছে ফেল পাপ, তাপ যা কিছু জমিয়েছ-

আর কত!

কত শরীর পেলে,

নারী লোভী তোমাদের বাসনা নির্লিপ্ত হবে?

কি বিভৎস্য পৃথিবীর উলঙ্গ রুপ।

আর নিতে পারছিনা বৈষম্য।

শকুনের মত নারী শরীরে কি খুঁজে বেড়াও-

বন্য শুয়োরের দল?

বন্ধ করো পৈশাচিকতা।

এবার চুপ করো।

বাংলার মানচিত্র খুবলে খুবলে খেয়ে নিচ্ছ হায়েনার মত!

কি আনন্দ, কিসের উল্লাস!

এবার বন্ধ করো।

মুছে ফেল খবরের পাতা থেকে,

আমি দেখবো না এমন বিবস্ত্র বাংলাদেশ।

না হয় আমার চোখ দুটো উঁপড়ে ফেলে দাও নর্দমায়।

মুছে ফেল ধর্ষিতা নামক শব্দ।

দেশটাকে নগ্ন করোনা-

মানচিত্রকে করোনা বিবসন।

পতাকার দিকে তাকালে কি চোখে ভাসেনা বীরাঙ্গনাদের মুখচ্ছবি?

এবার মুছে ফেল পবিত্র ভুমি থেকে তোমাদের লোলুপ বাসনা।

খবরের পাতার কালো লেখা গুলো মুছে ফেল।

মা, বোনদের শরীর থেকে মুছে ফেল ধর্ষিতা নাম।

রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক আমাদের সময় একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্র, যা অনলাইন ও প্রিন্ট মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করে।

প্রকাশক ও সম্পাদক

প্রধান সম্পাদক মোঃ জাকির হোসেন
প্রধান উপদেষ্টা হাজী মোঃ আলফাজ উদ্দীন
সহকারী উপদেষ্টা মোঃ আলাউদ্দিন ( আলা)
সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম রেজা
ব্যাবস্থাপনা ও বার্তা সম্পাদক মোঃ মাহাবুল ইসলাম
আইন বিষয়কসম্পাদক এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান ( জিল্লু ) জজ কোর্ট মেহেরপুর।

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সময় বাংলাদেশ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।