Home » প্রকাশিত হয়েছে সঞ্জয় চৌধুরীর নতুন গান ‘মা’

প্রকাশিত হয়েছে সঞ্জয় চৌধুরীর নতুন গান ‘মা’

কর্তৃক lSijNmTsFqFa
০ মন্তব্য ১৪০ ভিউস

বাংলা সঙ্গীত জগতে সঞ্জয় চৌধুরীর নতুন মৌলিক গান ‘মা’ গানটি প্রকাশিত হয়েছে। মায়ের প্রতি মানুষের অকৃত্রিম ভালবাসা ও আবেগকে কেন্দ্র করে এই গানটি লিখেছেন, সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন সঞ্জয় চৌধুরী নিজেই। গানটি প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সঞ্জয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

বর্তমান সময়ে বাংলা গানে মায়ের প্রতি ভালোবাসা নিয়ে তেমন কোনো নতুন সৃষ্টি দেখা না যাওয়ার কারণে, সেই শূন্যতা পূরণের দায়বদ্ধতা থেকেই গানটি তৈরি করেছেন শিল্পী। গানের মিউজিক কম্পোজিশন করেছেন রাশেদুজ্জামান। গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী নাওডাঙ্গা জমিদার বাড়িতে। ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের বিষয়টি মাথায় রেখে এই স্থানটি বেছে নিয়েছেন সঞ্জয়। গানের ভিডিও চিত্রায়ণ ও সম্পাদনায় ছিলেন রাহুল আনন্দ।

সঞ্জয় চৌধুরী বলেন, মা আমাদের ভালোবাসার প্রতীক। মায়ের প্রতি মানুষের আবেগকে সুর ও কথার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

উল্লেখ্য, সঞ্জয় চৌধুরীর সৃষ্টিশীলতা এর আগেও বিভিন্ন পর্যায়ে প্রশংসিত হয়েছে। তার লেখা, সুর ও কণ্ঠে গাওয়া ‘রক্তশূন্য দেশ’ গানটি ২০১৬ সালে জাতীয় নদী অলিম্পিয়াডের থিম সং হিসেবে নির্বাচিত হয়েছিল। পরিবেশ ও নদী সংরক্ষণে সাংস্কৃতিক পদক্ষেপ হিসেবে সেই গানটি বিশেষভাবে সমাদৃত হয়।

রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক আমাদের সময় একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্র, যা অনলাইন ও প্রিন্ট মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করে।

প্রকাশক ও সম্পাদক

প্রধান সম্পাদক মোঃ জাকির হোসেন
প্রধান উপদেষ্টা হাজী মোঃ আলফাজ উদ্দীন
সহকারী উপদেষ্টা মোঃ আলাউদ্দিন ( আলা)
সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম রেজা
ব্যাবস্থাপনা ও বার্তা সম্পাদক মোঃ মাহাবুল ইসলাম
আইন বিষয়কসম্পাদক এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান ( জিল্লু ) জজ কোর্ট মেহেরপুর।

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সময় বাংলাদেশ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।