Home » জীবনসঙ্গী বেছে নিলেন দুইবারের অলিম্পিকজয়ী

জীবনসঙ্গী বেছে নিলেন দুইবারের অলিম্পিকজয়ী

কর্তৃক lSijNmTsFqFa
০ মন্তব্য ১৪৬ ভিউস

অলিম্পিকের মঞ্চে ভারতের হয়ে দুবার পতাকা উড়িয়েছেন নীরাজ চোপড়া। জ্যাভলিন নিক্ষেপে সবাইকে পেছনে ফেলে জিতেছেন সোনা ও সিলভার। এমন অর্জনের পর তারকা খ্যাতি পাওয়া এই ক্রীড়াবিদের ভক্ত সংখ্যাও বেশ। সেই তিনি এবার ভক্তদের জানালেন নিজের বিয়ের খবর। রোববার এক ইনস্টাগ্রাম পোস্টে জানালেন, জীবনসঙ্গী বাছাইয়ের কাজ সেরে ফেলেছেন তিনি।

নিজের বিয়ের ছবি শেয়ার করে সেই পোস্টে নীরাজ লিখেছেন, ‘জীবনের নতুন অধ্যায় শুরু করছি। আপনাদের প্রতিটি আশীর্বাদের জন্য আমি কৃতজ্ঞ যা আমাদের এই মুহূর্তে একত্রিত করেছে। ভালোবাসায় আবদ্ধ করেছে।’

জানা গেছে, নীরাজের স্ত্রী হিমানি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। পারিবারিক একান্ত অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বিয়ে করেন এই জুটি।

উল্লেখ্য, ভারতের হয়ে জ্যাভলিন নিক্ষেপে বেশ খ্যাতি কুড়িয়েছেন নীরাজ। এই ক্রীড়াবিদ ইতোমধ্যেই দেশের হয়ে জিতেছেন বেশ কিছু পদক। ২০১৬ সালে আঞ্চলিক ফাইনালে প্রথম পদক জয়ের পর এই বিভাগে মোট ৪টি সোনা জিতেছেন তিনি। ২০১৮ সালে জিতেছেন কমনওয়েলথ পদক, ২০০৩ সালে বিশ্ব ফাইনালের সোনা জয়ের আগে ২০২০ সালে অলিম্পিকে সোনা জিতেছেন। সবশেষ ২০২৪ সালে সিলভার জেতেন তিনি।

রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক আমাদের সময় একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্র, যা অনলাইন ও প্রিন্ট মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করে।

প্রকাশক ও সম্পাদক

প্রধান সম্পাদক মোঃ জাকির হোসেন
প্রধান উপদেষ্টা হাজী মোঃ আলফাজ উদ্দীন
সহকারী উপদেষ্টা মোঃ আলাউদ্দিন ( আলা)
সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম রেজা
ব্যাবস্থাপনা ও বার্তা সম্পাদক মোঃ মাহাবুল ইসলাম
আইন বিষয়কসম্পাদক এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান ( জিল্লু ) জজ কোর্ট মেহেরপুর।

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সময় বাংলাদেশ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।