মেহেরপুরের গাংনীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকাল ৪টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোতালেব আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল, উপজেলা আইসিটি অফিসার আব্দুর রকিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মাসুম, কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসাইন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।