Home » গাংনীতে রোগীদের সাথে হোমিও চিকিৎসকের প্রতারণার অভিযোগ

গাংনীতে রোগীদের সাথে হোমিও চিকিৎসকের প্রতারণার অভিযোগ

কর্তৃক lSijNmTsFqFa
০ মন্তব্য ৬৭ ভিউস

মেহেরপুরের গাংনীতে গাইনী ও চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচিত হোমিও চিকিৎসক আনোয়ার হোসেনের বিরুদ্ধে রোগীদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার বেলা ১২টার দিকে গাংনী পৌর এলাকার শিশিরপাড়া মোড়ে অবস্থিত “হ্যাপি হোমিও হল” এ গিয়ে রোগীদের সাথে প্রতারণার দৃশ্য দেখা যায়।

এখানে আনোয়ার হোসেন গাইনী ও চক্ষু চিকিৎসাসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করছেন। বিভিন্ন গ্রাম থেকে মহিলারা এসে ২০ টাকা করে ভিজিট দিয়ে চিকিৎসা নিচ্ছেন। তার সহযোগী হিসেবে কাজ করছেন কয়েকজন নারী ও এক পুরুষ, যারা ভুয়া চিকিৎসক হিসেবে পরিচয় দিচ্ছেন। যদিও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, ‘হ্যাপি হোমিও হলে’ আসা মহিলাদের কাছে শুনে জানা যায়, কিছু মহিলা গ্রামে গ্রামে গিয়ে বিশেষজ্ঞ গাইনী ও চক্ষু ডাক্তার দ্বারা বিনা চিকিৎসার কথা বলে তাদের আকর্ষণ করছে। গ্রাম্য মহিলারা বিশেষজ্ঞ ডাক্তারদের দেখা না পেয়ে শেষ পর্যন্ত আনোয়ার হোসেনের কাছে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। কিন্তু, আনোয়ার ভুল চিকিৎসা দিয়ে তাদের ঠকাচ্ছেন, যার ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

আনোয়ার হোসেন নিজেকে গাইনী ও চক্ষু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় না দিলেও, সাইনবোর্ডে “ডাক্তার” শব্দটি ব্যবহার করেছেন এবং দাবি করেছেন যে তিনি ইন্ডিয়া থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যদিও তার সনদ দেখাতে পারেননি। তিনি জানিয়েছেন, “আমি গাইনী বা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার না, প্রাথমিক চিকিৎসা প্রদান করি।”

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী বলেছেন, “হোমিও চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ লেখা নিয়ম নয়। তারা গাইনী ও চক্ষু বিশেষজ্ঞ হতে পারে না এবং এলোপ্যাথিক চিকিৎসাও প্রদান করতে পারে না।”

রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক আমাদের সময় একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্র, যা অনলাইন ও প্রিন্ট মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করে।

প্রকাশক ও সম্পাদক

প্রধান সম্পাদক মোঃ জাকির হোসেন
প্রধান উপদেষ্টা হাজী মোঃ আলফাজ উদ্দীন
সহকারী উপদেষ্টা মোঃ আলাউদ্দিন ( আলা)
সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম রেজা
ব্যাবস্থাপনা ও বার্তা সম্পাদক মোঃ মাহাবুল ইসলাম
আইন বিষয়কসম্পাদক এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান ( জিল্লু ) জজ কোর্ট মেহেরপুর।

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সময় বাংলাদেশ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।