মেহেরপুরের গাংনীতে রাতের আধারে ফসল কেটে তসরুপাত করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে উপজেলার বাওট গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনা সুত্রে জানা যায়, কে বা কারা রাতের আধারে বাওট গ্রামের উজ্জ্বল এর প্রায় একবিঘা পরিমাণ তামাক কেটে দেয়। ভুক্তভোগী উজ্জ্বল বাওট গ্রামের মৃত ইব্রাহিম এর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠে আমরা তামাক কাটার খবর শুনতে পায়। সরজমিনে গিয়ে দেখি প্রায় একবিঘা জমির তামাক কেটে মাটিতে মিশিয়ে দিয়েছে। যার বর্তমান বাজার মুল্য লাখ টাকার বেশি।
এছাড়াও তারা জানান, এর আগেও এই একই জমির লাউ কেটে দিয়েছিল দুর্বৃত্তরা।
কুমারীডাঙ্গা ক্যাম্প ইনচার্জ এসআই আবুল খয়ের জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সাথে কে বা কারা জড়িত আছে তা ক্ষতিয়ে দেখা হবে।