Home » গাংনীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাংনীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কর্তৃক lSijNmTsFqFa
০ মন্তব্য ৪১ ভিউস

মেহেরপুরের গাংনীতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার হিন্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হিন্দা গ্রাম বিএনপির  সাবেক সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন বলেন, বিএনপির মানুষ আওয়ামী লীগের নির্যাতনে নির্যাতিত হয়েছে ১৭ বছর কাল। আর আজকে বিএনপির কমিটি দিতে গিয়ে যদি পিঠে চেয়ার ভাঙ্গা ভাঙ্গী হয় তাহলে আমরা আপনারা কোথায় যাব। সত্যিকার অর্থে যারা বিএনপি করেছেন তারা কোথায় যাবেন।
তিনি আরও বলেন, জেলাতে আমাকে এবং মাসুদ অরুনকে দিয়ে যদি কমিটি না করা হয় তাহলে গাংনী উপজেলাতে আসাদুজ্জামান বাবলুকে বাদ দিয়ে কমিটি গঠন করা যাবে না। আমরা মামলা মোকদ্দমা খেয়েছি বিএনপিকে বাঁচানোর জন্য নিজের টাকা খরচ করেছি। বিএনপি আমাদের প্রাণ।অথচ দেখছি যে বিভিন্ন জায়গায় কমিটি গঠন করছে সেখানে শুধু মারামারি হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করছে।
এসময় রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি  নাছির উদ্দীন, জেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, সাহারবাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসমাতারা খাতুন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক খাইরুল আলম কালাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন বাবলু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসানুল হক সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি  নাজমুল হোসেন, রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বিএনপি নেতা সুরেলী আলভী, যুবদল নেতা সাহিবুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক আমাদের সময় একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্র, যা অনলাইন ও প্রিন্ট মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করে।

প্রকাশক ও সম্পাদক

প্রধান সম্পাদক মোঃ জাকির হোসেন
প্রধান উপদেষ্টা হাজী মোঃ আলফাজ উদ্দীন
সহকারী উপদেষ্টা মোঃ আলাউদ্দিন ( আলা)
সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম রেজা
ব্যাবস্থাপনা ও বার্তা সম্পাদক মোঃ মাহাবুল ইসলাম
আইন বিষয়কসম্পাদক এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান ( জিল্লু ) জজ কোর্ট মেহেরপুর।

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সময় বাংলাদেশ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।