Home » গাংনীতে জনস্বাস্থ্যের অধীনে ওয়াশরুম নির্মাণে অনিয়মের অভিযোগ

গাংনীতে জনস্বাস্থ্যের অধীনে ওয়াশরুম নির্মাণে অনিয়মের অভিযোগ

কর্তৃক lSijNmTsFqFa
০ মন্তব্য ৬৩ ভিউস

মেহেরপুরের গাংনী উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোলের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং নিজের পছন্দের লেবার দিয়ে কাজ করানোর অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, গাংনী পৌরসভায় তিনটি পাবলিক ওয়াশরুম নির্মাণে ১ কোটি ৩ লাখ টাকা, চান্দামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণে ১৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে। কিন্তু এসব প্রকল্পের কাজ অসম্পূর্ণ এবং মানহীন সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, মাহফুজুর রহমান নিজেই লেবার নিয়োগ করে কাজ করাচ্ছেন, যা নিয়মবহির্ভূত। অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেওয়া হয়, আর ঘুষ না দিলে তাদের নানা হয়রানির শিকার হতে হয়।

এক ঠিকাদার জানান, “ঘুষ বন্ধ হলে আমরা ভালো সামগ্রী দিয়ে কাজ করবো।” অন্যদিকে, ঠিকাদার আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা উন্নত মানের সামগ্রী ব্যবহার করছি।”

এ বিষয়ে মাহফুজুর রহমান জানান, “অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।” তবে স্থানীয়রা বলছেন, এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

মেহেরপুর জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোসলে উদ্দিন আহমেদ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক আমাদের সময় একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্র, যা অনলাইন ও প্রিন্ট মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করে।

প্রকাশক ও সম্পাদক

প্রধান সম্পাদক মোঃ জাকির হোসেন
প্রধান উপদেষ্টা হাজী মোঃ আলফাজ উদ্দীন
সহকারী উপদেষ্টা মোঃ আলাউদ্দিন ( আলা)
সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম রেজা
ব্যাবস্থাপনা ও বার্তা সম্পাদক মোঃ মাহাবুল ইসলাম
আইন বিষয়কসম্পাদক এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান ( জিল্লু ) জজ কোর্ট মেহেরপুর।

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সময় বাংলাদেশ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।