“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক নার্গিস সুলতানা নির্জনার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল হোস্বন, উপজেলা ভেটেরিনারি সার্জন আরিফুল ইসলাম, ছাত্র সমন্বয়ক মুজাহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা নারী দিবসের বিভিন্ন তাৎপর্যতা তুলে ধরেন।
এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী প্রশিক্ষনার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
৫৬
পূর্ববর্তী পোস্ট