Home » কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩জন ভারতীয় আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩জন ভারতীয় আটক

কর্তৃক lSijNmTsFqFa
০ মন্তব্য ১৩ ভিউস

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৬৯ বোতল ফেন্সিডিলসহ ভারতীয় ৩ জন মাদক চোরাকারবারীদের আটক করেছে বিজিবি, এছাড়াও পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৪ কেজি গাঁজা ও ৪৮৫ পিস ইয়াবা আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি।

শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ৩ টার দিকে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার চরচিলমারী এলাকার ৮৪/২ সীমান্ত পিলার সংলগ্ন ডিগ্রীরচর এলাকার মহেশ উদ্দিন মন্ডলের ছেলে নিজাম মন্ডল (৪৫) এর বাড়িতে অভিযান চালিয়ে ভারতের মুর্শিদাবাদ এলাকার জুয়েল মন্ডল (২৫), রাকিবুল মন্ডল (৩৫), ও বাপন মন্ডল (৩২) কে ৬৯ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ সময় বাংলাদেশী নাগরিক নিজাম মন্ডল (৪৫) ও শরিফ মন্ডল (২৫) পালিয়ে যায় বলে বিজিবি সুত্রে জানানো হয়।

বিজিবি সূত্রে আরো জানা যায়, হাটপাড়া এলাকায় মালিকবিহীন ভারতীয় ১৪ কেজি গাঁজা ও চরচিলমারী আকন্দপাড়া এলাকায় বিজিবির অভিযানে আরো ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ ২২ হাজার ১’শ টাকা।

আটককৃত ভারতীয় চোরাচালানকারীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকবিরোধী আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং আটককৃত মাদক ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন মাদক স্টোরে সংরক্ষণের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়।

রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক আমাদের সময় একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্র, যা অনলাইন ও প্রিন্ট মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করে।

প্রকাশক ও সম্পাদক

প্রধান সম্পাদক মোঃ জাকির হোসেন
প্রধান উপদেষ্টা হাজী মোঃ আলফাজ উদ্দীন
সহকারী উপদেষ্টা মোঃ আলাউদ্দিন ( আলা)
সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম রেজা
ব্যাবস্থাপনা ও বার্তা সম্পাদক মোঃ মাহাবুল ইসলাম
আইন বিষয়কসম্পাদক এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান ( জিল্লু ) জজ কোর্ট মেহেরপুর।

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সময় বাংলাদেশ । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।